আজ ২৩ ফেব্রুয়ারী ২০২২ – পৃথিবীর পথে পদচারনার আরেকটি বছরের শুরু

আজ ২৩ ফেব্রুয়ারী ২০২২ – পৃথিবীর পথে পদচারনার আরেকটি বছরের শুরু

জন্মদিন নিয়ে আমার কখনোই খুব একটা উচ্ছ্বাস ছিল না। সেজন্য ঘটা করে জন্মদিন পালন কখনোই করা হয়নি। তথাপি পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধবদের কল্যাণে টুকটাক কেক-টেক কাটাকাটি প্রায়ই হয়েছে। অবশ্য বিয়ের পর থেকে ব্যাপার গুলো অন্যরকম। বিশেষ বিশেষ দিনের ব্যাপারে আমি একেবারে উদাসীন হলেও তাহসিন কখনো ভুল করেও কোন কিছু ভুলে না। অগত্যা আমিও এখন অল্পস্বল্প তাহসিন এবং পরিবারের সকলের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হই, এবং এই উচ্ছ্বাস ভালই লাগে।

আমাদের প্রাত্যহিক ব্যাস্ততা ছাপিয়ে জীবনকে উপভোগ করবার মত আর এমন কিইবা উপলক্ষ আমরা পাই! তাহসিন এর যুক্তি হল সেই উপলক্ষগুলোও যদি আমরা সুযোগমত ব্যাবহার করতে না পারি তাহলে জীবনটা একেবারে ম্যারমারা এবং বিষাদ হয়ে যাবে। কথা সত্য। তাহসিনের দিবস উদযাপনের পক্ষের শক্তির শক্তি এখন অনেক বেশি। কারণ আরওয়া তার সাথে যুক্ত হয়েছে, এবং তাহসিন যা যা পারেনি সে ক্রমান্বয়ে সেগুলো করবার/ আদায় করে নেবার জন্য প্রস্তুত হচ্ছে। মেয়েটা আমার বড় হচ্ছে।  

তাহসিন বরাবরই অঘটনঘটনপটীয়সী। পেশাগত প্রয়োজনে পৃথিবী থেকে মোটামুটি বিচ্ছিন একটা দ্বীপে পরিবার ছাড়া আমাদের আবস্থান প্রায় দুই মাস যাবত। এই বিচ্ছিন জায়গাতে কিভাবে যেন সে ঠিক রাত ১২টা বাজার আগেই অত্যন্ত সুন্দর একটা কেক পৌঁছে দিল। যদিও সুস্বাদু এই কেকটা আরওয়া এর পছন্দ হয়নি, কারণ কেকের রং গোলাপি ছিল না। তথাপি তাহসিন কে অনেক ধন্যবাদ। আমি নিশ্চিত আমি তাহসিনের জায়গায় থাকলে দুর্গম জায়গার অজুহাত দিয়ে নাক ডেকে ঘুমাতাম।

আমার কর্মক্ষেত্রের সহকর্মীদেরকে আগেই বলে দিয়েছিলাম যে আমার জন্মদিন অমুকদিন। দয়া করে কেউ অযথা কোন হাঙ্গামা যেন না করে। অনুরোধ করেছি, আমার বিশেষ দিনে আমাকে আমার মত থাকতে দেবার জন্য। তাদেরকে ধন্যবাদ যে তারা আমার অনুরোধ রেখেছেন। কিন্তু তাহসিনের পাঠানো কেকতো খেতে হবে। তায় ঠিক করলাম সবাই মিলে কাটবো, এবং অবশেষে আমরা সবাই মিলেই কাটলাম নদীর ধারে যেয়ে। ভালোই লেগেছিল বিকেলটা। (পুনশ্চঃ যখন এই লেখাটি লিখছি, ততক্ষণে বাংলাদেশ ক্রিকেট দল একটি অতিমানবীয় খেলা খেলে ফেলেছে। ৪৫ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পরও বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে। অভিনন্দন আফিফ এবং মেহেদি কে। (খেলার বিস্তারিত এইখানে)

মুঠোফোনে অনেক বার্তা এসেছে, ফেসবুকে অনেকে শুভেচ্ছা পাঠিয়েছেন দেশ বিদেশ থেকে। অনেকে ফোন করে, অনেকে সামনা সামনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আরেকটা বলবার মত ব্যাপার হয়েছে; আমাদের কর্মক্ষেত্রে আমরা সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জানানর একটা রীতি চালু করেছি। আজ আমার সহকর্মীরা সেই রীতি অনুসরণ করে আমাকেও শুভেচ্ছা জানাল। এতসব কিছুর পরও আমার মনটা আজকে অনেক বিষণ্ণ। কারণ তাহসিন, আরওয়া এর মন ভাল নেই। আমি জানি আলিয়াহরও মন ভাল নেই। আরওয়া বুঝতে শুরু করেছে। ও এখন ভাবাবেগে অনেক কিছু বোঝায়। জন্মদিনের সবচেয়ে বড় উপহারটা আজ আরওয়া আমাকে দিয়েছে। সে আমাকে শুভেচ্ছা জানিয়ে ছবি এঁকেছে, এবং সেই ছবি হাতে নিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়েছে। কিন্তু তার চোখে মুখে কোন উচ্ছ্বাস নেই, বড় বড় চোখের দৃষ্টি যেন দূরে কোথাও মিলিয়ে যাচ্ছে! আমাকে একটা ভয়েছ ম্যাসেজ পাঠিয়েছে। আমার সাথে আজকের দিনটা কাটানোর জন্য তার সেকি ব্যাকুলতা!

আমরা অনেক সময়ই বলি যে ‘You always have a choice’। কথাটা সত্যি। কিন্তু বেশির ভাগ মানুষরা বেশির ভাগ সময় সেই ‘choice’ টাকে অবদমিত করে রাখি। জগত, সংসার এর অনেক কিছু আমাদেরকে ভাবতে হয়, ভাবতে ভাল না লাগলেও। এবং এই ভাবতে ভাবতেই নির্লিপ্ত আমরা একদিন জীবন সায়াহ্নে পৌঁছে যাই। আমাদের কমলমোতি নিষ্পাপ শিশুরাও ক্রমান্বয়ে আমাদের দ্বারা আবিষ্ট হয়ে আমাদের মতই নির্লিপ্ততা শিখে ফেলে।

আরওয়াদেরকে আমরা কোন ভাবেই এই নির্লিপ্ততা শেখাতে চাই না। ওরা বড় হোক, কিন্তু ভিতরের শিশুরা শিশুই থাকুক। আগামী জন্মদিনে আমরা গোলাপি কেক কাটবো, এবং ইনশা-আল্লাহ একসাথে থাকব।

‘যদ্যপি আমার গুরু’ – আমাদের একজন অধ্যাপক আব্দুর রাজ্জাক ছিলেন

‘যদ্যপি আমার গুরু’ – আমাদের একজন অধ্যাপক আব্দুর রাজ্জাক ছিলেন

রাজ্জাক সাহেব আহমদ ছফা কে জিজ্ঞাসা করলেন, ‘পড়ার সময় দরকারি অংশ টুইক্যা রাখার অভ্যাসটা করছেন কি না?’ আহমদ ছফা চুপ করে বুঝালেন যে তিনি টুইক্যা রাখেন নাই। রাজ্জাক সাহেব বললেন, ‘তাইলে ত কোনো কামে আইব না। ক্ষেত চষবার সময় জমির আইল বাইন্ধা রাখতে অয়’। যেহেতু আমি গল্প, উপন্যাস, যাই পড়িনা কেন, পড়ার সময় বরাবরই গুরুত্বপূর্ণ/ চুম্বক অংশগুলো নির্দয়ের মত টুকে রাখি, তাই এক মুহূর্তের জন্য মনে হল রাজ্জাক সাহেবের ছাত্র হলে আমার শুরুটা খারাপ হতোনা।

‘যদ্যপি আমার গুরু’ বইটা সংগ্রহ করেছিলাম ২০০২/২০০৩ সালের দিকে। আর পড়লাম ২০২২ সালে। সে হিসেবে বইটা পড়তে সময় লেগেছে মাত্র ২০ বছর। মহাজাগতিক ঘটনাবলির হিসেব নিকেশে ২০ বছর অত্যন্ত নগণ্য হলেও মানব জীবনে ২০ বছর অনেক বড় একটা সময়। তারপরও, বইটা পড়তে ২০ দিন লাগুক আর ২০ বছর লাগুক, অবশেষে বইটা পড়া হয়েছে সেটাই বড় কথা, এবং আমি অত্যন্ত আনন্দিত। কিন্তু আমার খারাপ লাগছে এটা ভেবে যে, এই সমাজে কি একজন মানুষও ছিলনা, যার উচিত ছিল এই বইটা পড়বার জন্য আমাকে, বা আমাদেরকে কিংবা আমাদের সময় এর তরুণদেরকে বলা,  একটু তাগিদ দেয়া? কত মানুষইতো কত কত বই পড়তে বলেছে। কিন্তু কেউ কখনও ‘যদ্যপি আমার গুরু’ পড়তে বলেনি কেন? আমার গুরুজন, মান্য গণ্যদের মন খারাপ করার দরকার নাই। কারণ আমি জানি এবং মানি যে একটি আঙ্গুল দিয়ে অন্যকে দোষারোপ করতে গেলে তিনটি আঙ্গুল নিজের দিকেই থাকে।

আমাদের তারুণ্যে আমরা অনেকটা সময় বই পড়ে কাটিয়েছি। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, শরৎচন্দ্র, সমরেশ, শীর্ষেন্দু থেকে শুরু করে কত লেখক/লেখিকারইতো বই পড়েছি। এমনকি শেক্সপিয়ার, ভিক্টর হুগো, নিকলাই অস্ত্রভস্কির লেখাও পড়েছি। সেবা প্রকাশনীর বই পড়েনি এমন মনে হয় একটি মানুষও পাওয়া যাবেনা। আর হুমায়ুন আহমেদ এর বইয়ের ভিতর বুঁদ হয়ে আমাদের অনেকেরই রাত গড়িয়ে সকাল হয়ে যেত। যদিও সেই বুঁদ হয়ে যাওয়ার আমার নেশাটা কিছুদিনের মধ্যেই মিলিয়ে যায়, উনার লেখার প্রখরতা মিলিয়ে যাওয়ার সাথে সাথে। কিন্তু কিভাবে যেন আহমদ ছফা বাদ পড়ে গিয়েছিলেন। হয়ত তাকে ধারণ করার যোগ্যতা তখনও আমাদের হয়নি।

অধ্যাপক আব্দুর রাজ্জাক কিংবা মৌলবি আহমদ ছফা দুজনের কাউকে নিয়েই লেখার যোগ্যতা বা জ্ঞান কোনটাই আমার নাই। আর সে জন্য আমিও অহেতুক ভুল চেষ্টাও করব না। আমার লেখাটা মূলত হচ্ছে ‘যদ্যপি আমার গুরু’ আমার কেমন লাগল এবং আমাকে কতটুকু প্রভাবিত করল, সেই ব্যাপার গুলো নিয়ে।

বইটা পড়তে পড়তে আমি হটাৎ খেয়াল করলাম যে আমি অর্ধেকের বেশি পড়ে ফেলেছি। ভাবলাম, বইটা শেষ হলেইতো রাজ্জাক সাহেব, আহমদ ছফা, এবং আমার আড্ডাটা শেষ হয়ে যাবে। যেই ভাবনা সেই কাজ, সাথে সাথেই পড়া বন্ধ করলাম। ছোটবেলায় যখন গল্পগুচ্ছ পড়তাম, আমি কখনওই একদিনে দুই গল্প পড়তাম না। গরু যেমন যাবর কাটে, আমিও একটা গল্প পড়ে কয়েকদিন সেই গল্পের আনন্দ/ ভালোলাগা কিংবা কষ্ট/ বেদনা নিয়ে যাবর কাটতাম। মনে আছে, কিছু কিছু সময় পড়তে গেলে দিনরাত সব ভুলে সমাপ্তিটা জানার ব্যাকুল আগ্রহে, পড়া শেষ করতাম। সেই হিসেবে পড়া বন্ধ করে বসে থাকাটা আপাতদৃষ্টিতে পাঠককে ধরে রাখতে লেখকের অপারগতা মনে হলেও, পাঠক হিসেবে আমি মনে করি এখানে লেখকের সার্থকতা বহুগুণ বেশী। আমরা মাঝে মাঝে যখন স্বপ্ন দেখি, আবার স্বপ্নের মাঝেই চিন্তা করি, ঈশ এই স্বপ্নটা যেন শেষ না হয়। ঠিক তেমনই মাঝে মাঝে কারো লেখা পড়তে গেলে এমনটা বোধ হওয়া নিঃসন্দেহে লেখকের অলৌকিক ক্ষমতারই বহিঃপ্রকাশ।

Professor Abdur Razzak and Ahmed Sofa
Professor Abdur Razzak and Ahmed Sofa (Photo Copied from Wikipedia. Approved for free cultural works)

অবশেষে কয়েকদিন যাবর কাঁটার পর, এবং বেশ কিছুদিন লাস্কি, বদরুদ্বীন উমর, মোহিত লাল, ডঃ রওনক জাহান, জওহরলাল নেহেরু, কিসিঙ্গার সাহেবসহ অনেক প্রথিতযশা ব্যক্তিবর্গদের নিয়ে গবেষণার পর আবার পড়া শুরু করলাম। বলে নেয়া ভাল মাঝখান দিয়ে স্ত্রতস্কি এর ‘থিওরি অফ পার্মানেন্ট রেভুলিশন’ আর তার সাথে স্তালিনের ঝামেলাটা কি হয়েছিল, এবং তিনি কেন মেক্সিকোতে পলায়ন করেছেন, আর স্তালিন তাকে কিভাবে হত্যা করেছিল সেসব বিষয়েও বিস্তর গবেষণা হয়েছে। তবে ভাগ্য ভাল যে রাজ্জাক সাহেব এবং মৌলবি আহমদ ছফা দুইজনের কারোই গবেষণার মত আমার বইটা পড়া একেবারে বন্ধ হয়ে যায়নি। যদিও ভয় ছিল দিক হারানোর। আমি অত্যন্ত আনন্দিত যে দিক হারাইনি। শুধু একটাই আফসোস, কেন আমি আমার ১৮/২০এ বইটা না পড়ে ২০ বছর পর আমার ৩৮এ পড়লাম!

আমি নিশ্চিত, আপনি যদি এই লেখার এইটুকু পর্যন্ত পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন, বইটা আমার কেমন লেগেছে। বইটা আমাকে এতোটাই প্রভাবিত করেছে যে, আমি ইতিমধ্যেই এই বইতে যত লেখক, সাহিত্যিকের ও তাদের সাহিত্য কর্মের নাম এসেছে এবং তাদের যেগুলো বাজারে অনলাইনে পাওয়া যাচ্ছে তার বেশির ভাগই কিনে নিয়েছি। বাকিগুলোও খোঁজা শুরু করেছি। পাশাপাশি রকমারি এবং নানাবিধও অনলাইন কোম্পানি যারা বই বিক্রি করে, তাদের কল্যাণে রাজ্জাক সাহেবের উপর লেখা লভ্য সকল বই সংগ্রহ এর ব্যবস্থা হয়েছে, এবং সেগুলো অচিরেই এসে পৌঁছাবে। ছোট্ট এই বইটা আমার অনেক কিছুই গড়বড় করে দিয়েছে। এমনকি গুগল ও ইউটিউব আমার অতীত খোঁজাখুঁজির প্রবণতা পর্যবেক্ষণ করে যেভাবে পরবর্তী কি খাওয়াবে সেটা ঠিক করত, সেখানেও বিশাল গড়বড় লেগে গিয়েছে। কারণ আমার বর্তমান খোঁজাখুঁজি আর নিকট অতীতের খোঁজাখুঁজির মাঝে বিস্তর ফারাক।

‘যদ্যপি আমার গুরু’ আপনার কেমন লাগবে জানিনা। বইটা পড়ে আপনি বিশেষ পুলকিত নাও হতে পারেন, আবার আমার মত উতালা হয়ে যেতে পারেন। আমি জানি এবং একশত ভাগ মানি যে আমাদের একেকজনের চিন্তা ভাবনা, ভালো লাগা, মন্দ লাগা, জীবন, সমাজ, ইত্যাদির প্রতি দৃষ্টিভঙ্গি একেক রকম। আমার এই লেখা পড়ে আপনি যদি উৎসাহী হয়ে বইটি পড়েন কিন্তু আমার সাথে একমত না হন, দয়া করে আপনার সময় ক্ষেপণের জন্য আমাকে মন্দ বলবেন না। আগেই স্বীকার করে নিচ্ছি, আমি যখন কাউকে/ কোন কিছুকে ভাল বলি, মনের সব কিছু উজাড় করে বলি। আমি বিশ্বাস করি, নিঃস্বার্থভাবে কাউকে ভাল বলতে পারা, কোন কিছুর তারিফ করতে পারা, ৯৯% খারাপের পরও ১% ভাল খুঁজে বের করতে পারার ক্ষমতা চাট্টিখানি কথা না।

A Star Has Fallen. A Hero of Our Time Ruhul Amin Sir Has Begun His Eternal Journey.

A Star Has Fallen. A Hero of Our Time Ruhul Amin Sir Has Begun His Eternal Journey.

It’s shocking that we are receiving news of the demise of the nearest and dearest ones more often than before. Well, it’s certain that we all have to return to the one Who has created us; the Almighty. But sometimes, we wish and pray not to believe what we have heard/learned, and also try to reject the truth by all our means. Because the person who has just begun his eternal journey was too close to us.

One of my childhood heroes; not only mine but heroes of thousands and thousands of students of Ispahani Public School and College Ruhul Amin sir has died. Years back we have lost our teachers Salma madam, and Mizan sir. They all were like priests to us. Their love and affection for us were limitless. Students of Ispahani Public School and College are and will remain forever grateful to these people.

Ruhul Amin sir hypnotized me with his teaching charisma so much that I hooked myself with the ‘Chemistry’. I was so involved with ‘Chemistry’ that I almost did not study any other subject in my college life. And that paid me a lot. Thanks to Allah I have scored 185 out of 200 in Chemistry in my HSC exam. Perhaps that was the highest achieved the mark in Bangladesh in that year.

A few days back during a journey across Cumilla, I stayed a night in Cumilla for a few hours only, and I managed to meet him at his residence. We have recalled so many memories like how he used to motivate us to be good human being, his contribution in managing a fund for one of our friends, who was about the miss the year as he could not manage his registration fee, his guidance for arranging a picnic, his contribution in making a magazine of our batch, etc. He was close not only to me but to our family even as he was a teacher to all four of us. Our meeting was short as we did not have enough time. I had another meeting with my colleagues, and that is why I cut-short the time. I left his house with a promise that I will meet him again while falling back. He walked up to my car and saw me off.

I have promised not only to him but also to bhabi that I will be there. In-sha-Allah, I will be there again, but alas! I will never be able to talk to the legend again. We will not share tea, snacks, stories, noting! Nothing at all. What a truth it is! I am thinking of Bhabi, his three daughters one of whom is sick, and his little boy who has yet to start understanding life. What a truth it is! we have shared stories of retirement plans. Now, who would implement those plans! Well, Man proposes, God, disposes.

Oh Allah! I wish I could be with him for at least a little more time! Years back I have learned from a Ted Talk by Dr Mark Holder something about happiness. Where he gave his golden formula of happiness, which is ‘TELL ME MORE’. Wish I could be there and listened to him for a little more time. Wish I could tell him ‘I have all the time of the world, tell me more sir’!! No, this will not happen; he is not within us anymore!! And I will keep on repenting for that few extra minutes I wish, I could spend with him.

What a harsh reality! We do not have the guarantee of one second, yet we do so many things, run after so many things, make more enemies than friends, shake our hands with evil, and soooo many evil/ unholy things purposefully to make others’ life difficult. It’s sad but true. Wish we all could be more sensible and be responsible. Wish we all could make the world better for everyone.

For years from now on, I will really think of you sir, I will really miss you. We have not talked much between the years, but you were always one of my heroes, a guiding star for me. I sincerely pray for you and your family. We all pray that almighty Allah will forgive you and place you in the best place of heaven. May Allah give enough strength to your family to bear the pain.

For Our Children – Make the World a Better Place

For Our Children – Make the World a Better Place

For Our Children – Make the World a Better Place

We have first posted this article in one of our blogs on 05 September 2020 after one of our second daughter’s arrival to the world. Today both Arwaa and Aliyah are sick. They are suffering from flu maybe, and their mother is alone fighting to her bones to keep them fit. I wish almighty would bless them and they would come round soon. I am missing them.

Every species including human beings seek survival and the existence of their legacy through bringing new lives to earth. Bringing new life is perhaps very easy but raising them as a survivor is challenging. The majority of us want to raise our next generation as good and successful beings, but a significant portion fails in doing so. Despite all the challenges, our children make the world a better place so that our children emerge as better human beings than us. That is our responsibility.

The World is Falling Apart

The world is falling apart and it is more fragile than ever before. ‘Falling apart!’. Despite being at the epitome of science and technology, developments and discoveries, the rise of AI, the latest gadgets, e-services, and everything, how can someone be so audacious to claim this! Because we are becoming less human every day. We are disconnecting ourselves from the precious one and intricating our lives for illusion. With the increased ‘screen time’ we are forgetting the value of ‘people/ human time’. We are investing billions for the weapon of mass destruction but cannot provide basic essentials. We have more refugees than at any other time in history. We inculcate hatred and despise love. As a whole, we have lost humility, mutual respect, trust, belongingness, patience, and almost every virtue we can think of.

The world is falling apart and it is more fragile than ever before. ‘Falling apart!’. Despite being at the epitome of science and technology, developments and discoveries, the rise of AI, the latest gadgets, e-services, and everything, how can someone be so audacious to claim this! Because we are becoming less human every day. We are disconnecting ourselves from the precious one and intricating our lives for illusion. With the increased ‘screen time’ we are forgetting the value of ‘people/ human time’. We are investing billions for the weapon of mass destruction but cannot provide basic essentials. We have more refugees than at any other time in history. We inculcate hatred and despise love. As a whole, we have lost humility, mutual respect, trust, belongingness, patience, and almost every virtue we can think of.

Unfortunately, big corporations led by ‘hackable humans’ are profiting from these positive miseries even. Yuval Noah Harari has elaborately described how we’re being hacked every moment by corporations, agencies, and governments.

No doubt, the world will get messier in the days to come. Today, where I am standing now, probably is a better place than what our children will encounter many years from now. I am not sure if Harari’s ’21 Lessons for the 21st Century’ would be of any help for my daughters or not, but I am certain they will have tremendous challenges than what I have faced. On top of all which are mentioned above carbon emission, climate changes, food security, employment crisis, etc are the icing on the cake of impending disaster.

The arrival of Aliyah Binte Saif Rupontee

For Our Children - Make the World a Better Place

… And despite all of these, together we have brought new life on Earth. On 06 August 2020, we have been blessed with a baby girl and we named her ‘Aliyah Binte Saif Rupontee’. Arwaa; my elder daughter is super excited to have her sister. We are excited and happy too. Seeing them both growing gives us divine happiness. Despite all the good feelings I carry, often I ask myself; ‘what should I do now for making my daughters’ life better?’ Then I realized, I cannot do anything for our children till we all humans think collectively for all the children selflessly as Kahlil Gibran said:

‘Your children are not your children.

They are the sons and daughters of Life’s longing for itself.

They come through you but not from you,

And though they are with you yet they belong not to you.’

Kahlil Gibran

My Promises to Make the World a Better Place

Today, when I look back, I see myself as a taker only. Certainly, being a taker, my realization will not make any impact, unless I turn myself into a giver and give profoundly. I strongly believe, my life has a bigger purpose than just eating, sleeping, going to offices, paying bills, covering others’ messes, etc. Maybe all these years, I was not aware of my purpose but, now I feel like, I know it. I have to make this world a better place for the future of our children, all the children on earth. I am confident about the commitment because I know, Tahsin Reza and we all will be a good team. She is an endless source of inspiration and energy for me in breaking the norms and trying my gut.

I am not sure, if this proclamation is too audacious or not, but I am certain some of us have to do it. We cannot let our children rot in a world we are going to have unless we bring change. Let this change start from anywhere, at any point, at any scale.

Changes Begins from You to Make the World a Better Place

Let the change begin with holding my daughter for the first time wrapped with the National Flag. Let the change begin with sending a tree instead of sweets to celebrate the arrival of Rupontee.

[dmg_masonry_gallery _builder_version=”4.14.7″ _module_preset=”default” gallery=”100,99,98″ hover_enabled=”0″ sticky_enabled=”0″][/dmg_masonry_gallery]

Four Cycles of Life

Four Cycles of Life

Prelude

Often we come across small or big events in life that ultimately change us right away. I do have a few events of this sort in my short span of life. Out of all those events, I would always cherish one story, which I have learned from an Indian Army Officer; the then Lieutenant Colonel AP Singh. The story is about the Four Cycles of Life. Well, these cycles are not necessarily to end somewhere to start another. They are more layers/ segments of life that are interwoven and co-exist.

Meet Col AP Singh

I along with my wife were guests to Col AP Singh’s residence during military training in India. Over a cup of tea, we were discussing each other’s future plans and bla bla bla. Since we both undergone the same training together and I have seen how capable he is very close, I knew he is going to make himself someone big in Army. Moreover, he topped the training we had together out of hundreds. Out of nowhere, I asked him ‘Where do you see yourself in the Army ten years from now?’. This whimsical and apparently funny question led us to a discussion that I am going to share now.

Col AP Singh’s Uncle

Col AP Singh had an uncle (I do not remember his name) in the Indian Navy who had one of the brightest careers out of thousands of his contemporary officers. He had all those laurels and jewels someone needs to climb the ladder of higher ranks including being awarded the coveted ‘Sword of Honour’ in the academy. As it is perceived he had his roller-coaster life till he rose to the rank of Captain (contemporary to Lieutenant Colonel in Army) and commanded a ship. Sooner he finished his command of the ship he had applied to voluntarily resign from the Navy.

The Captain had a lot of resistance from his family as well as from the Navy, but he had managed to free himself from the 24/7 commitment of the Navy. Col AP Singh was shocked and once he asked his uncle why did he leave his fortune for nothing. Well, uncle unraveled his story/ philosophy for which he had decided to leave the Navy and he revealed his theory of the Four Cycle of Life. I am not sure if this is mentioned in any literature, in any form in the world. However, here I am going to unveil these four cycles.

Four Cycles

Our life span is divided into four cycles. One (1/4) of the cycles is for our own selfOne cycle (2/4) is for our parentsanother one (3/4) is for our friends and relatives, and one (4/4) cycle is for our family. Well, these cycles are neither meant to be equally divided nor they are the formula of a happy life that one should try one after another subsequently. They are more layers/ segments of life that are interwoven and co-exist.

Cycle One (1/4)

Out of Four Cycles of Life, one is for the Own Self. In this cycle, we dedicate our time, energy, wealth to achieve our goals, to meet our aspirations, to chase our dreams, etc. Everything here is directed towards your own satisfaction. Contrarily someone may find his/ her satisfaction doing something for friends, relatives, and families also. We are here not to debate. Rather, this inclusive attitude is the ultimate efficacy.

Cycle Two (2/4)

A major part of our life is shared with our friends from schools and localities, colleagues from offices, partners from business, relatives, etc. They influence us so much that we become what we are surrounded with. Whether an angel or a devil whatever we become, we truly reflect with whom we have been raised. Therefore, both in our successes and failures they have contributions, and we must utilize every opportunity we get to say Thank You to those who deserve it.

Cycle Three (3/4)

Our parents make innumerable sacrifices in life to raise us, to be better human beings, to be successful, to be knowledgeable, etc. Despite many prejudices of many parents, the ultimate truth is every parent wants their children to be happy in life. All our religions prevailing in the world, all the ethics we learn from society, all the cultures we possess in the world have collectively emphasized taking care of parents whenever they need it. I understand it is an exaggeration to re-emphasize the topic of taking care of parents. However, in our uncle’s understanding, as well as in my understanding, we should at least spare one cycle from our ‘Four Cycles of Life’ for our parents unconditionally despite all the odds. I know how much the uncle has sacrificed and how he sheltered his parents throughout.

Cycle Four (4/4)

A man/ woman should always take care of his/her family which belongs to his/ her. Taking care of their own, friends, and parents do not exempt someone from taking responsibility for the family. We must rise above the dual prevails in many parts of the world like husband/ wife or father/ mother. We are certainly responsible to take care of our parents. Yet we must understand that we are equally responsible (sometimes more) to raise the kids we have and support our husband/ wife. A thin line between these two should exist but the line must not divide parents from families. Grandparents are treasures for the grandchildren.

Final Words

These ‘Four Cycles of Life’ we have discussed are subjective. It is evident that nobody will ever be able to define the cycles, the start of one, and the end of another. Moreover, our life is uncertain. So, the question remains ‘then why did we talk about cycles?’ The answer is ‘to realize that we must not invest all our time, energy, wealth for the gain of just ‘ME’; just like the stock market‘. We must make choices, credible choices; for which we should not repent. Investing whole life for one gain is ‘Gamble’. We must remember all gamblers do not end up winning.

The Seagull and the Mouse

The Seagull and the Mouse


It’s an old habit of highlighting and marking the favorite and catchy lines while reading any book. I was reading ‘The Winner Stands Alone by the great writer Paulo Coelho, and marking the catchy lines as usual. While doing so, I stopped at one point in the book and read that over and over again. I decided, when I get to meet Arwaa, my 5-year-old daughter, I would read that to her and try to make her understand the message.


We are presently camping at a distant and rugged place. We are here for a month, and some of our friends/ colleagues are staying here for almost two months without their families, friends, and loved ones. Most of us have grown little sentiment and are eagerly waiting for that moment when this training session would be over. I was desperately wanting to meet my family, and at last yesterday I went home, where Tahsin, Arwaa, Aliyah, and my parents are staying. It’s nearly three weeks that Tahsin and our daughters are staying at our native home with our parents. They are enjoying their stay despite the cold winter in Noakhali.


Well, while I was thinking of staying at least a day and past some unforgettable moments with the family, for a moment I was ignorant about the context of flow tide. I landed on the ground once our navigator said that tomorrow the boat will start its return journey at 0900 hrs. Well, thanks to almighty that at least we all could spend around 20 hours together deducting 3+3=6 hours back and forth journey. And now we all are back to where we were, thinking of another few hours in next weekend.


Here is what I read to Arwaa:


“A seagull was flying over a beach when it saw a mouse. It flew down and asked the mouse:
“Where are your wings?”
Each animal speaks its own language, and so the mouse didn’t understand the question but stared at the two strange, large things attached to the other creature’s body.
“It must have some illness,” thought the mouse.
The seagull noticed the mouse staring at its wings and thought: “Poor thing. It must have been attacked by monsters that left it deaf and took away its wings.”
Feeling sorry for the mouse, the seagull picked it up in its beak and took it for a ride in the skies. “It’s probably homesick,” the seagull thought while they were flying. Then, very carefully, it deposited the mouse once more on the ground.
For some months afterward, the mouse was sunk in gloom; it had known the heights and seen a vast and beautiful world. However, in time, it grew accustomed to being just a mouse again and came to believe that the miracle that had occurred in its life was nothing but a dream.”

The Mouse and the Seagull


Reading and listening sessions were not easy. I had to show her images of a seagull, mouse, beak, etc from google, and moreover, I was bombarded with her innocent questions. And I loved that to the bones. Alhamdulillah, my is beautiful.
Today, since I left home, I am feeling myself to be that mouse, poor little thing. And yesterday was a dream. And another waiting session starts hoping that there will be another seagull seen very soon.